আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২৬
আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে দুটি মিনিবাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন এবং আহত হয়েছেন আরও ২৮ জন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৬ ডিসেম্বর) ডালোয়া-ইসিয়া সড়কের ব্রোকুয়া গ্রামের কাছে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই গাড়িতে আগুন ধরে যায়। দেশটির সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
আইভরি কোস্টে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর পেছনে রাস্তার দুরবস্থা, যানবাহনের খারাপ অবস্থা, এবং অনভিজ্ঞ চালকদের ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
এর আগেও দেশটিতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মাসে গাগনোয়া শহরের কাছে একটি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়। গত সেপ্টেম্বরে উত্তরাঞ্চলে একটি গাড়ি ও ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।
পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় গড়ে ১ থেকে ১.৫ হাজার মানুষ মারা যায়। দুর্ঘটনা কমাতে সরকার সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে দক্ষ চালকদের লাইসেন্স প্রদান, পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং সড়কে ভিডিও ক্যামেরা স্থাপন উল্লেখযোগ্য।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com