শাকিবকে জড়িয়ে কান্না, পরীমণির আবেগঘন বক্তব্য
হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢালিউড তারকা শাকিব খান ও পরীমণির জড়িয়ে ধরার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে তখন নানা জল্পনা চললেও, সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন পরীমণি।
গত টয়লেট দিবসে ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনে উপস্থিত ছিলেন শাকিব খানসহ ঢালিউডের একাধিক তারকা। সেই তারকাদের মধ্যে পরীমণিও ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খানকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হতে দেখা যায় পরীমণিকে। বিষয়টি নিয়ে আলোচনার জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেন।
পরীমণি বলেন, "সেদিন শাকিব ভাইয়ের সঙ্গে আমাদের একটি শুট ছিল। যে ক্লিপটি ছড়িয়ে পড়েছে, তা শুটিং শেষে বিদায়ের মুহূর্তের।"
তিনি আরও বলেন, "বিদায়ের সময় আমি বলেছিলাম, ‘অনেক দেরি হয়ে গেছে, বাবুরা একা তো...।’ তাই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।"
শাকিব খান প্রসঙ্গে পরীমণি বলেন, "যখন আমি ডিভোর্স, সন্তান এবং একাকিত্বের সঙ্গে লড়াই করছিলাম, তখন শাকিব ভাই আমাকে বলেছিলেন, ‘তুমি কথা বন্ধ করে দাও’। তার সেই পরামর্শ আমাকে মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে।"
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com