পোলিশ তরুণীকে ধর্ষণের পর হত্যা, বাংলাদেশির যাবজ্জীবন
পোল্যান্ডের নাগরিক আনাস্তাসিয়া (২৭) হত্যাকাণ্ডের জন্য গ্রিসের একটি আদালত বাংলাদেশি যুবক সালাহউদ্দিনকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এই রায় ঘোষণা করা হয়।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) রায় ঘোষণার পর বিষয়টি গ্রিসের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি সাম্প্রতিক দশকগুলোর অন্যতম নৃশংস অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
পোল্যান্ডের সংবাদমাধ্যম টিভিএন-২৪ জানিয়েছে, মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হয় গত সোমবার। মামলার কৌঁসুলি সালাহউদ্দিনের বিরুদ্ধে আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত সালাহউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আনাস্তাসিয়া কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন। ২০২৩ সালের জুনে কাজ শেষে নিখোঁজ হওয়ার পর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন, যাদের মধ্যে সালাহউদ্দিনও ছিলেন। পরে তাকে সালাহউদ্দিনের স্কুটারে করে তার বাসায় যেতে দেখা যায়। এটিই ছিল আনাস্তাসিয়াকে জীবিত অবস্থায় শেষবার দেখা।
আনাস্তাসিয়া নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে তার প্রেমিককে একটি বার্তা পাঠান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। সালাহউদ্দিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনিই ছিলেন আনাস্তাসিয়ার সঙ্গে দেখা করা শেষ ব্যক্তি।
স্থানীয় পুলিশের তথ্যমতে, আনাস্তাসিয়ার মরদেহ কস দ্বীপের একটি পর্যটন স্থান সল্ট লেকের কাছে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহটি ডালপালার নিচে লুকানো ছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল এবং হত্যার আগে যৌন নির্যাতনের শিকার হন তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com