ছবি : ভারতীয় ট্রাকচালক
ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি ও কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ এবং মিছিল অব্যাহত রয়েছে। এমনকি বাংলাদেশের আগরতলা অবস্থিত সহকারী হাইকমিশনেও হামলা হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তারা ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে। তবুও পরিস্থিতি শান্ত হয়নি।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন ভারতীয় ট্রাকচালকরা। পণ্য পরিবহন শেষে ফিরে আসা ট্রাকচালকরা জানিয়েছেন, বাংলাদেশের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। বুধবার (৪ ডিসেম্বর) পেট্রাপোল বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা জানান, দেশে তাদের কোনো অসুবিধা হয়নি। চাঁদা দিতে হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল।
একজন ট্রাকচালক বলেন, "বাংলাদেশে সব কিছু স্বাভাবিক। কোনো সমস্যা নেই। সব কিছু ভালোই চলছে।" আরেকজন বলেন, "সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, কোনো ঝামেলায় পড়তে হয়নি।"
তবে, বিক্ষোভ ও উত্তেজনার কারণে সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেলে উভয় দেশের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে। এ নিয়ে চিন্তিত সীমান্ত এলাকার ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। পেট্রাপোল স্থল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন কর্মকর্তা কার্তিক চক্রবর্তী বলেছেন, "আমদানি-রপ্তানি বন্ধ হলে দুই দেশেরই বড় ক্ষতি হবে। লাখ লাখ মানুষের জীবিকা এর সঙ্গে যুক্ত।"
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com