ছবি: সংগৃহীত
মিয়ানমারের সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জউই উইন মিন্টকে গ্রেপ্তার করেছে দেশটির জান্তা সরকার। সোমবার (২৯ জুলাই) এক সূত্রের বরাতে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নির্দেশে মিন্টকে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারের জান্তার নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
মিয়ানমারজুড়ে চলমান সংঘাতের মধ্যে রাখাইন রাজ্যের থান্ডউই এলাকার নগাপালি সৈকতের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছিলেন আরাকান আর্মির (এএ) সদস্যরা। সেখানে সেনা সদস্যদের নৌযানে করে পাঠিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন জান্তাপ্রধান। তবে কামান ব্যবহার করতে নিষেধ করেন তিনি। ওই নির্দেশ অমান্য করেন অ্যাডমিরাল উইন মিন্ট।
নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর এক কর্মকর্তা ইরাবতীকে বলেছেন, নগাপালি সৈকতে হোটেলগুলোর পাশে অবস্থান নিয়েছিলেন এএ সেনারা। সেখানে স্নাইপারও ছিল। তাদের হটানোর নির্দেশ দিয়েছিলেন মিন অং হ্লাইং।
নৌবাহিনীর প্রধান রাজিও হয়েছিলেন। তবে তার প্রস্তাব ছিল, নৌযানে করে সেনাদের সৈকতে নামানোর আগে এএ সদস্যদের কোণঠাসা করতে কামান ব্যবহার করতে হবে। কিন্তু হ্লাইং ওই প্রস্তাবে রাজি ছিলেন না। কামান ব্যবহার করা হলে হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা করেছিলেন তিনি।
তবে নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘আমরা যদি কামান ব্যবহার ছাড়া শুধু নৌযান নিয়ে নগাপালি সৈকতে যেতাম, তাহলে সবাই মারা যেতাম।
সূত্র : ইরাবতী
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com