ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

অ্যামনেস্টির প্রতিবেদন: গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ

Publish : 09:19 AM, 07 December 2024.
অ্যামনেস্টির প্রতিবেদন: গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ

গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি নতুন প্রতিবেদনে অভিযোগ করেছে যে, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। সংগঠনটি এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

৫ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্যাটেলাইট চিত্র, ফিল্ডওয়ার্ক এবং গাজা থেকে পাওয়া রিপোর্টে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে, যা মানবাধিকারের প্রতি চরম অবহেলা প্রদর্শন করে।

অ্যামনেস্টির প্রধান অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, "গাজায় যে জঘন্য কার্যক্রম চলছে, তা নিশ্চিতভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি জেগে ওঠার সংকেত। এটি গণহত্যা, এবং এখনই এর সমাপ্তি হওয়া প্রয়োজন।"

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল গাজায় মারাত্মক হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে এবং খাদ্য, ওষুধসহ মানবিক সহায়তা প্রবাহে বাধা সৃষ্টি করেছে। অ্যামনেস্টি দাবি করেছে যে, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রেক্ষিতে ইসরাইলের পদক্ষেপগুলো সমর্থনযোগ্য নয়।

২৯৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য অনুরোধ করা হয়েছে, তবে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকা বেসামরিক নাগরিকদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করার কোনো সুপারিশ অ্যামনেস্টি করেনি।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অ্যামনেস্টিকে "দুঃখজনক ও ধর্মান্ধ সংগঠন" হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির বিচারকরা বিশ্বাস করেন যে, গাজায় দুর্ভিক্ষ এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ