ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়

Publish : 09:11 AM, 08 December 2024.
বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান উপস্থিত থাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সিংড়া উপজেলায় কোর্ট মাঠে অনুষ্ঠিত ওই জনসভায় ফারজানা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. ফারজানা রহমান, জুনাইদ আহ্‌মেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জনসভায় সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম আনু, যিনি জুনাইদ আহ্‌মেদ পলকের চাচাশ্বশুর।

জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন। রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনে বসেন ফারজানা রহমান। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা আলোচনা শুরু হয়।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু জানান, "আমি তাকে মঞ্চে উঠাইনি। অনেক মানুষ আসছিল, কীভাবে সে মঞ্চে উঠেছে, জানি না। এছাড়া, সে যুব মহিলা লীগের কোন পদে রয়েছে, তা আমি জানতাম না।" তিনি আরও জানান, তিনি নোটিশ হাতে পাননি, তবে মৌখিকভাবে বিষয়টি জেনেছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "মিটিংয়ে হাজার হাজার মানুষ ছিল, ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। বিষয়টি আমাদের কানে আসার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে।"

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত বলেন, "আমি জানি না, এটি সাংগঠনিক মিটিং ছিল নাকি পাবলিক মিটিং। তবে যদি তিনি (ফারজানা রহমান) আওয়ামী লীগের কোন পদে থাকেন এবং তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ থাকে, আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবো।"

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ