ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান হাসনাতের
বাংলাদেশের মিডিয়াকে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে হিন্দু-মুসলমান বিদ্বেষ নেই, বরং ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান, এবং এটি গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা উচিত।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেলও অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে জিএম কাদেরের বক্তব্যের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, "জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং গুম-খুন-হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার প্রশ্ন তোলা অর্থহীন।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি তাদের যে আলাপ করছে, তা ফ্যাসিবাদের আরেকটি রূপ। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা এবং কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com