বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটলে বিহার-ওড়িশাও ঝুঁকিতে থাকবে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বা সংঘাত তৈরি হলে এর প্রভাব শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার ও ওড়িশার মতো রাজ্যগুলোতেও পড়তে পারে। শুক্রবার (৭ ডিসেম্বর) ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮-এর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে মমতা বলেন, "আমরা মাৎস্যন্যায় সম্পর্কে পড়েছি—যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা তেমনই, একটি নেতৃত্বহীন অবস্থার মতো সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমি হস্তক্ষেপ করতে চাই না।"
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে তা বিহার ও ওড়িশাকেও প্রভাবিত করতে পারে।
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাষা ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। ভৌগোলিক সীমারেখা আমাদের আলাদা করলেও হৃদয়ের কোনো বিভাজন নেই। আমি চাই, বাংলাদেশ তার সংকট কাটিয়ে উঠুক এবং সেখানকার মানুষ শান্তিতে বসবাস করুক।"
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশ্নে তিনি মন্তব্য করেন, "আমি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাই না। তবে প্রতিবেশী দেশগুলোর অস্থিরতা কেন্দ্রীয় সরকারের ভূমিকার ওপরও নির্ভর করে।"
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং "নির্যাতিত ভারতীয়দের" সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com