ছবি : নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “ভারত আমাদের বিনা পয়সায় কিছু দেয় না, তারা সবসময় পয়সা নিয়েই দেয়। যদি তারা ব্যবসা-বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরই ক্ষতি হবে। ভারত গরু আমদানি বন্ধ করেছে, তবে আমরা তো গরু খাওয়া বন্ধ করিনি।”
শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, “দুই দেশের ব্যবসা-বাণিজ্যে লাখ লাখ মানুষ জড়িত। রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝে মধ্যে সমস্যা হতে পারে, তবে ব্যবসায়ীরা এই সংকট সামাল দিতে জানেন। তারা বাজার নষ্ট করবে না, তাই আমাদের চিন্তা করার কিছু নেই।”
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, “ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে, তা তাদের নিজেরই বেশি ক্ষতি করছে। কারণ, বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে দেখতে চায়। এই ধরনের প্রচারণা তাদের ভারতবিরোধী করে তুলতে পারে।”
এছাড়া, উপদেষ্টা বলেন, “ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে টিআরপি বাড়ালেও, এতে তারা বাংলাদেশের জনগণ থেকে দূরে সরে যাচ্ছে।”
এর আগে, দুপুর ১২টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছান এম সাখাওয়াত হোসেন। সেখানে তিনি ইমিগ্রেশন পরিদর্শন করেন এবং পাসপোর্ট যাত্রীদের হয়রানি নিয়ে খোঁজখবর নেন। পরে তিনি বন্দরের বিভিন্ন সেড ও যাত্রীদের লাগেজ স্ক্যানার মেশিনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে, ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com