ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে দাবি

Publish : 02:23 AM, 08 December 2024.
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে দাবি

ছবি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনকে পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, বিপ্লব-পরবর্তী সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ঐক্য পরিষদের প্রতিবেদনের অতিরঞ্জন প্রমাণিত হয়েছে নেত্র নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে। নেত্র নিউজের নিরপেক্ষতা ও সুনামের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাদের প্রতিবেদনে পরিষদের দাবি চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ পরিষদ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।”

তিনি বলেন, ঐক্য পরিষদের প্রতিবেদনে নয়জন হিন্দু সম্প্রদায়ের সদস্যের মৃত্যুকে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে তারা কোনো সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হননি। বরং তাদের মৃত্যুর পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত এবং অন্যান্য কারণ ছিল। একই সময়ে একই পরিস্থিতিতে আরও বহু সংখ্যাগরিষ্ঠ মানুষও প্রাণ হারিয়েছে।

শফিকুল আলম আরও উল্লেখ করেন, “পরিষদের প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় ১১ মিলিয়নের বেশি বার শেয়ার হয়েছে, যা একটি শক্তিশালী ও প্রভাবশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী এবং ভারতীয় মিডিয়া দ্বারা প্রচারিত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি বলেন, “এই ধরনের অপপ্রচার বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানাই।"

তিনি আরও বলেন, “কিছু মহল এই প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর কিংবা বাংলাদেশে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছে। আমরা এ ধরনের প্রচারণার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাই, তারা যেন স্বাধীনভাবে এ অভিযোগগুলো তদন্ত করে।”

শফিকুল আলম আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদমাধ্যমগুলো নিরপেক্ষভাবে বাংলাদেশের পরিস্থিতি তদন্ত করবে এবং বিভ্রান্তিকর তথ্যের উপর নির্ভর না করে প্রকৃত চিত্র তুলে ধরবে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ