ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

অপপ্রচার মোকাবিলায় ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

Publish : 09:19 AM, 07 December 2024.
অপপ্রচার মোকাবিলায় ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : ব্রিটিশ হাইকমিশনারের সাথে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিরুদ্ধে ব্রিটেনের সহযোগিতা চাইলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে এ বিষয়ে আলোচনা করেন তিনি।

তৌহিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ব্রিটিশ পার্লামেন্টের কিছু সদস্য ও ব্রিটেনকেন্দ্রিক কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যে তথ্য উপস্থাপন করেছেন, তাতে ভুল ও বিভ্রান্তিমূলক উপাদান রয়েছে। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেন, বাংলাদেশের বাস্তব অবস্থান ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট মহলে সঠিকভাবে উপস্থাপন করতে।

উপদেষ্টা বলেন, "পার্লামেন্ট সদস্যদের বক্তব্যে কিছু ভুল তথ্য রয়েছে, যা সম্ভবত বিভিন্ন অপপ্রচার থেকে নেওয়া হয়েছে। আমি হাইকমিশনারকে জানিয়েছি, এসব তথ্য প্রকৃত চিত্র প্রতিফলিত করে না।"

তিনি আরও বলেন, ব্রিটেন ভিত্তিক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলায় বেশি প্রাণহানি হয়েছে। কিন্তু এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ৫ আগস্টের আগেই দেড় হাজারেরও বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ৭৮০ জনের পরিচয় নিশ্চিত করা গেছে।

হাইকমিশনার সারাহ কুক এ বিষয়ে বাংলাদেশের বক্তব্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর পরামর্শ দেন এবং উল্লেখ করেন, বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে সঠিক তথ্য প্রচারের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে।

তৌহিদ হোসেন বলেন, "আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আশা করি, ব্রিটিশ সরকার ও সংশ্লিষ্ট মহলও সঠিক তথ্য বিবেচনায় নিয়ে কাজ করবে।"

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ