ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সচল তিনি। এই জনপ্রিয় নায়কের সঙ্গে রুক্মিণীর প্রেমের গল্প সর্বদাই নেটিজেনদের আলোচনার শীর্ষে থাকেন।
কবে বিয়ে করছেন তারা জানতে চান সামাজিকমাধ্যমে নেটিজেনরা। এতদিন বিষয়টি নিয়ে কোনো উত্তর দেননি দেব। এবার সরাসরি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে নায়ক একটি পোস্ট শেয়ারের মাধ্যমে জানালেন, তিনি বিয়ে করেছেন এবং তিন বছরের একটি সন্তানও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গুগলের এক স্ক্রিনশট রি-পোস্ট করেছেন দেব। যেখানে স্পষ্ট লেখা, ২০২১ সালের ৬ মে রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই টলিউড সুপারস্টার। শুধু তাই নয়, সেখানে আরও লেখা, দেব-রুক্মিণীর একটি সন্তানও রয়েছেন।
শেয়ারকৃত পোস্টে লেখা ছিল, গুগলে না থাকলে জানতেই পারতাম না। সুপারস্টার দেবও সে কথাতেই সায় দিয়ে লিখেছেন, আমিও। এতে স্পষ্ট যে নিজের সম্পর্কে এরকম তথ্য জেনে দেব নিজেই চমকে গেছেন।
এবারও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে। এরইমধ্যে শেষ করেছেন প্রচারণা। এবং হাতেও নানা কাজ। সম্প্রতি জানা গেছে বিদ্যাসাগর হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com