অবশেষে মহাকাশ যাত্রায় সফল হলো ভেগা-সি রকেট
ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে ভেগা-সি রকেট। এই রকেট মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ সেনটিনেল ১-সি প্রতিস্থাপন করবে, যা কোপারনিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি প্রকল্প।
দীর্ঘদিনের গবেষণা ও প্রস্তুতির পর এই উপগ্রহের উৎক্ষেপণ সম্ভব হলো। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রায় দুই বছর ভেগা-সি রকেটের উৎক্ষেপণ স্থগিত ছিল। অবশেষে বৃহস্পতিবার এটি সফলভাবে মহাকাশে পৌঁছায়।
নতুন উপগ্রহটি পৃথিবীর পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করবে। এটি মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে, যা পরিবেশগত গবেষণায় সহায়ক হবে।
ভেগা-সি রকেট হালকা উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে পরিচিত। ২০১২ সালে প্রথম ভেগা রকেট উৎক্ষেপিত হয়, এরপর একাধিক মিশনের মাধ্যমে এটি সুনাম অর্জন করেছে। দুই বছর আগে একবার এই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল।
ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার মতে, ভেগা-সি দুই টনেরও বেশি ওজন বহন করতে সক্ষম। সেনটিনেল ১-সি উপগ্রহের ওজন মাত্র ৮০০ কিলোগ্রাম, যা রকেটটির বহন ক্ষমতার তুলনায় অনেক কম। মহাকাশে পৌঁছে এই রকেট পৃথিবীর কক্ষপথে সঠিক অরবিটে উপগ্রহ স্থাপন করতে সক্ষম।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com