ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলো বাংলাদেশ

Publish : 02:23 AM, 08 December 2024.
টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

ওয়ানডে সিরিজে যে ব্যাটিং নিয়ে বাংলাদেশ নারী দল গর্বিত হয়েছিল, সেই ব্যাটিংই টি-টোয়েন্টি সিরিজে দলকে বিপদে ফেলল। টানা দুই ম্যাচ হেরে সিরিজের জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৪৭ রানে জয় লাভ করে, এবং তিন ম্যাচের সিরিজ আগেভাগেই নিজেদের নামে করে নেয়।

৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে জয় পায় আয়ারল্যান্ড। সিরিজ জয়ের উল্লাসে মেতে ওঠে আইরিশ নারী ক্রিকেট দল, এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজ নিশ্চিত করে।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড ৫ উইকেটে ১৩৪ রান করে। বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৭.১ ওভারে, পুরো দল ৮৭ রানে অলআউট হয়ে যায়। আগের ম্যাচে মাত্র ১২ রানে হেরে গেলেও বাংলাদেশের ছিল কিছু প্রাপ্তি—লক্ষ্য তাড়ায় তারা ১৫৭ রান তুলেছিল, তবে একদিনের ব্যবধানে ব্যাটিং একেবারেই ছন্নছাড়া হয়ে যায়।

বাংলাদেশের অধিনায়ক ম্যাচের ফলের চেয়ে প্রক্রিয়া ও ধারাবাহিকতা সম্পর্কে বেশি গুরুত্ব দেন, কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ের দুরবস্থা টিম ম্যানেজমেন্টকে হতাশ করেছে। চার নম্বরে নামা শারমিন আক্তার ৪৩ বল খেলে ৩৮ রান করেন, তবে তার পাশে দাঁড়িয়ে অন্যরা তেমন কিছুই করতে পারেননি। স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। আট ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, ফলে পরাজয় ছিল অবশ্যম্ভাবী।

বল হাতে আইরিশদের সেরা পারফরম্যান্স ছিল ওরলা প্রেন্ডারগাস্টের। ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন অ্যারলিন কেলি ও লাউরা ডেনালি।

আয়ারল্যান্ডের ইনিংস শুরু ছিল ভালো। অধিনায়ক গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার ৩৪ রান যোগ করেন, এরপর ১৪ রানের মধ্যে দুজনই ফিরে যান। তবে তাদের পর ওরলা প্রেন্ডারগাস্ট ও লিয়া পল দলের রান বাড়িয়ে ৭৫ পর্যন্ত নিয়ে যান। লিয়া পল ১৬ রান করেন, তবে ওরলা ৩২ রান করে দলের জন্য মূল অবদান রাখেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন নাহিদা আক্তার, ২০ রানে ২ উইকেট নিয়ে। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা, জান্নাতুল ও ফাহিমা।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ