নিজস্ব ছবি
শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এদেশে এত উন্নয়ন হতোনা। তাই আপনাদের কাছে আমার অন্য কোন চাওয়া নেই আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন। বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার রেখাখালী- সুতারখালী বহূমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বিষয়ক অবহিতকরন সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ.ম রেজাউল করিম তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এই সংকট নিরসনে আরো সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই এলাকায় সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দিরের উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে হবে। এছাড়া টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি সংসদে প্রস্তাব উত্থাপন করেছি। আশা করছি শীঘ্রই এটি সংসদে পাশ হবে।
তিনি বলেন, আমি কোন দুর্নীতিকে প্রশ্রয় দেই না । আমার কোন সন্ত্রাসী বাহিনীও নেই। আমার সংসদীয় এলাকায় কোনরকম সন্ত্রাসী, মাস্তানি অন্যের জমি দখল, চাঁদাবাজি চলবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম বায়জিদ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান শান্তি জোমাদ্দার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন কান্তি হালদার,পত্তাশী ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব অজিত কুমার মিস্ত্রি, অসিত মন্ডল, শুকরঞ্জন মিস্ত্রি প্রমুখ।
এ সময় এলজিইডি'র পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী রনজিত দে, ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার,উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান শিরিনা আফরোজ, যুব মহিলা লীগ নেত্রী শেখ ইরানি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য শ.ম রেজাউল করিম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনী এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্তাশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহিন হোসেন।
এর আগে সংসদ সদস্য শ.ম রেজাউল করিম পাড়েরহাটে পূর্ব হোগলাবুনিয়া নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com