ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

এমবাপ্পে রিয়ালে এলে কোচের ‘মধুর সমস্যা’ হবে: রদ্রিগো

Publish : 06:26 AM, 02 April 2024.
এমবাপ্পে রিয়ালে এলে কোচের ‘মধুর সমস্যা’ হবে: রদ্রিগো

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

তারকায় ঠাসা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। যেখানে বর্তমানে খেলছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুডে বেলিংহ্যামের মতো তারকারা। বয়স ১৮ পূর্ণ হওয়ার পর আসছেন ব্রাজিলের ‘বিস্ময়বালক’ এনদ্রিকও। আর পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের আগমনের খবরও অনেকটাই নিশ্চিত।

বিশ্বকাপজয়ী এমবাপ্পে এলে আক্রমণভাগে এত তারকা নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে আগামী মৌসুমে মধুর সমস্যায় পড়তে হবে বলেই মনে করেন দলের খেলোয়াড় রদ্রিগো। 

বর্তমানে দারুণ খেলছেন রদ্রিগো। রিয়ালের সর্বশেষ ম্যাচেও জোড়া গোল দিয়ে হয়েছেন জয়ের নায়ক। এমবাপ্পেকে নিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘এমবাপ্পের ব্যাপারে আমি এখনো কিছু জানি না। আমার মনে হচ্ছে, এটি প্রায় নিশ্চিত কারণ সবাই এটা বলছে এবং আমি তোমাকেও বিশ্বাস করি। কিন্তু আমি এখনো জানি না কী চলছে আসলে। আমাদের অনেকেই আছে (আক্রমণভাগের খেলোয়াড়)। দেখবো কোচ কী সিদ্ধান্ত নেয়।’

এমবাপ্পে ও এনড্রিকের জন্য জায়গা ছেড়ে দিতে হবে কি না এমন প্রশ্নের জবাবে রদ্রিগো বলেন, ‘আমি কিছু ভাবছি না...আমি শুধু এই মৌসুমে মনোযোগী হওয়ার কথা ভাবছি এবং ভালোভাবে শেষ হওয়ার কথা ভাবছি। যতগুলো শিরোপা জেতা যায়। আমার মনে হয় পরের বছর এটা নিয়ে কোচের সমস্যা হবে...একটি মধুর সমস্যা। আমি নির্ভার আছি।’

এদিকে, রিয়ালে ভেড়ার গুঞ্জনের মধ্যেই দুরত্ব যেন বাড়ছে পিএসজি কোচ লুইস এনরিকে ও এমবাপ্পের মধ্যে। গতকার রবিবার লিগ ওয়ানে মার্শেইকে ২-০ গোলে হারায় পিএসজি। ম্যাচে এমবাপ্পেকে ৬৫ মিনিটের মাথায় উঠিয়ে নেন এনরিকে। কোচের এমন সিদ্ধান্তে এমবাপ্পে যে মোটেও খুশি ছিলেন না সেটি তার অভিব্যক্তিতেই বোঝা গেছে। এই পিএসজির সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই পূর্ণ ৯০ মিনিট খেলা হলো না এমবাপ্পের। 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ