ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

হরেকরকম আলোচনায় কান চলচ্চিত্র উৎসব

Publish : 05:23 AM, 07 December 2024.
হরেকরকম আলোচনায় কান চলচ্চিত্র উৎসব

হরেকরকম আলোচনায় কান চলচ্চিত্র উৎসব

সবারকথা ডেষ্ক :

শুরু হয়ে গেছে বারো দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক এ আসর।

নিয়ম ভাঙা প্রশংসায় ভাসছে কান উৎসব ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ প্রদর্শনের ৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবেই দেখানো হলো এর বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ৬ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। এতে খলচরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে।

দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা। তবে প্রশংসিত হলেও নিয়ম ভেঙে ভিন্ন আলোচনা তৈরি করেছেন তিনি। ছেলেদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড ভেঙে, সাদা টাক্সেডো জ্যাকেট পরে লাল গালিচায় পা রাখেন ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ।

সাগর তীরে খোলা আকাশের নিচে গত বুধবার দেখানো হয় ফরাসি পরিচালক জুডিথ গোদরেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মি টু’। একইদিন আঁ সাঁর্তে রিগা বিভাগের উদ্বোধনী আয়োজনে ১৭ মিনিটের এই ছবির প্রদর্শনীতে ছিলেন তিনি। এর নামকরণে বিশ্ব চলচ্চিত্রে যৌন হেনস্তার শিকার নারীদের নীরবতা ভাঙার আন্দোলনকে তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রদর্শনের পর প্রশংসার পাশাপাশি বেশ নজরও কেড়েছে দর্শকদের।

এদিকে, সম্মানসূচক স্বর্ণপাম জয় এবং উদ্বোধক হিসেবে কানে পা রাখেন তিনবার অস্কার নিজের ঝুলিতে রাখা অভিনেত্রী মেরিল স্ট্রিপ। 

তবে, এখানেই থেমে থাকেননি তিনি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করে ভক্তদের মন জয়ও করেছেন মেরিল। ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয়ের গল্প বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

কানের রেড কার্পেটে এবার নজর কাড়লেন ভারতীয় তারকা  ঊর্বশী রাওতেলা। কান উৎসবের পর্দা ওঠার দিনে গোলাপী গাউনে লাল গালিচা মাতিয়েছেন অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

অন্যদিকে, এবার কানের লাল গালিচায় বর্ণিল সাজে হাজির হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে প্রতিবছর সুস্থ শরীরে কান  মাতালেও এবার ভাঙা হাতে উৎসবে পৌঁছালেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়ার ডান হাতে করা হয়েছে প্লাস্টার। এমন অবস্থায় ঐশ্বরিয়া কানে কতটা নজর কাড়তে পারবেন তা নিয়ে ভক্তদের মনে চিন্তার ভাঁজ পড়েছে!

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ