ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪

জায়েদ খানের সদস্যপদ পুনর্বহাল, বাতিলের মুখে নিপুণের সদস্যপদ

Publish : 12:01 AM, 20 May 2024.
জায়েদ খানের সদস্যপদ পুনর্বহাল, বাতিলের মুখে নিপুণের সদস্যপদ

জায়েদ খানের সদস্যপদ পুনর্বহাল, বাতিলের মুখে নিপুণের সদস্যপদ

সবারকথা ডেষ্ক :

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে আলোচনা অব্যাহত রয়েছে। ১৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল বিজয়ী হয় এবং তারা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।

কিন্তু পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ হাইকোর্টে রিট দায়ের করেছেন, যেখানে তিনি নতুন কমিটির কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন। এছাড়া লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিপুণ ডিপজলকে 'অশিক্ষিত' বলে উল্লেখ করেছেন।

নিপুণ বলেন, "দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে- শিল্পী সমিতির সেক্রেটারি পদে এমন একজন এসেছে যার কোনো শিক্ষা নেই। ২০২৪ সালে আমরা দাঁড়িয়ে আছি, এটি অশিক্ষিতদের জায়গা না। এখানে কাজ করতে হলে জ্ঞান ও শিক্ষা থাকতে হবে। আমি একজন গ্রাজুয়েট, এবং আমাদের তিন প্রজন্ম গ্রাজুয়েট।"

নিপুণের এই মন্তব্যের প্রতিক্রিয়ায়, বর্তমান কমিটি ১৬ মে জরুরি সভা আহ্বান করে। সভা শেষে সহসভাপতি ডি এ তায়েব বলেন, "নিপুণের মন্তব্য সত্যিই হতাশাজনক। তিনি শুধু ডিপজলকেই নয়, বরং সকল চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছেন। আমরা তার এমন মন্তব্যের জন্য একটি নোটিশ দেবো এবং যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।"

অন্যদিকে, জায়েদ খানের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে কারণ তিনি যথাযথ ব্যাখ্যা দিয়েছেন এবং তা সত্য হিসেবে প্রমাণিত হয়েছে।

নিপুণের রিটের পর ১৬ মে তার সমর্থিত শতাধিক শিল্পী মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানিয়েছেন। ডিপজল বলেন, "আমরা কাউকে আলাদা করতে চাইনি। যারা এক দিনের জন্যও সদস্য হয়েছিল কিন্তু বাদ পড়েছিল, তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমরা আগেই দিয়েছি। এখন আমাদের লক্ষ্য চলচ্চিত্রের উন্নয়ন করা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনাম জাতীয় পরিচয়পত্রের ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের আহ্বান ইসির শিরোনাম তারেকের দেশে ফেরা নিয়ে ‘যে বার্তা’ দিলেন ফখরুল শিরোনাম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম শিরোনাম ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে শিরোনাম ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ