ছবিঃ সংগৃহীত
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ সাতজন আহত হয়েছেন। মাইক্রোবাসটিতে সৌদি ফেরত যাত্রী ছিল।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
আহতরা হলেন, সৌদি প্রবাসী মো. কায়েস (৩৮), কাইয়ুম (২৬), কামরুল সর্দার (৬০), লায়লা (১০), শিহাব (৩৬), জবা (১৬) ও আমিনুল ইসলাম (৪৬)।
তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার আব্দুল হান্নান জানান, সৌদি প্রবাসী মো. কায়েস আজ ভোরে দেশে ফেরেন। তাকে নিতে গ্রাম থেকে এসেছিলেন স্বজনরা। সকালে সবাই মিলে মাইক্রেবাসটিতে করে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় ফিরছিলেন। পথে মহাখালী সেতু ভবনের সামনে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠিয়ে দেয়। এতে গাড়িটিতে থাকা সবাই কমবেশি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থায় আশঙ্কামুক্ত।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com